রাজশাহী বিভাগে করোনায় আরো ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৭৪

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২০

রাজশাহী বিভাগে করোনায় আরো ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৭৪

ওমর ফারুক, রাজশাহী :
রাজশাহীর বিভাগের ৮টি জেলায় আরো ১৭৪ জনের করোনাভাইরাস কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজশাহী বিভাগে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৯৮৯ জন। আর এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১২৯ জনের। বিভাগে নতুন করে আরো ২ জনের মৃত্যু হয়েছে। ৯ হাজার ৯৮৯ জনের মধ্যে বগুড়া জেলায় সবচাইতে বেশি ৪ হাজার ১২০ জন, রাজশাহী জেলায় ২১০৮ জন, চাঁপাইনবাবগঞ্জ ২৯১ জন, নওগাঁ ৭৭৯ জন, নাটোর ৩৫০ জন, জয়পুরহাট ৬২৭ জন, সিরাজগঞ্জ ১০৪৩ জন ও পাবনা জেলায় ৬৭১ জন।
বিভাগে মারা যাওয়া ১২৯ জনের মধ্যে বগুড়া জেলায় ৭৯ জন, রাজশাহী জেলায় ১৫ জন, সিরাজগঞ্জ জেলায় ১০ জন, পাবনা জেলায় ৯ জন, নওগাঁয় ১২ জন, জয়পুরহাট ১ জন, নাটোরে ১ জন।
সুস্থ হওয়া ৪ হাজার ৩০৯ জনের মধ্যে রাজশাহী ৭২১ জন, চাঁপাইনবাবগঞ্জ ১২০ জন, নওগাঁ ৫৫৮ জন, নাটোর ১১৫ জন, জয়পুরহাট ১৮৮জন, বগুড়া জেলায় ২ হাজার ১০৬ জন, সিরাজগঞ্জ ২১৮ জন ও পাবনা জেলায় ২৮৩ জন।
রাজশাহী বিভাগের করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়ার সাথে সুস্থ হওয়ার সংখ্যাও বাড়ছে। সুস্থ হওয়াদের মধ্যে বেশিরভাগই নিজ বাড়িতে আইশোলেসনে চিকিৎসাধীন অবস্থান সুস্থ হয়েছে। গত দিনের তুলনায় এদিন শেষ ২৪ ঘন্টায় কম শনাক্ত হয়েছে। বগুড়া, রাজশাহী, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ ও পাবনা জেলায় বেশি করোনা সংক্রমিত রোগীর সংখ্যা। আইশোলেসন থেকে ছাড় পেয়েছে ১৪৬৮ জন রোগী। আইশোলেসনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৫৮৭ জন। বিভাগের ৮টি জেলায় মোট ৪৯ হাজার ৬৪০ জন হোম কোয়ারেন্টাইনে ছিল।
এ বিষয়ে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য বলেন, করোনা থেকে বাঁচতে শারীরিক দূরত্ব মেনে চলা ও সাবান পানি দিয়ে ঘন ঘন হাত ধুতে হবে। করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest