ঢাকা ৭ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২০
বরিশাল ব্যুরোঃ ২০ জুলাই সোমবার বেলা ১২ঃ৩০ ঘটিকায় আসন্ন পবিত্র ঈদ-উল-আয্হা উপলক্ষে বরিশাল মহানগরীর সম্মানিত নাগরিকদের নির্বিঘ্ন কেনা-কাটা ও পুলিশি নিরাপত্তা জোরদার করার নিমিত্তে উপ-পুলিশ কমিশনার বিএমপি উত্তর জনাব মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা এর সভাপতিত্বে, স্বাস্থ্যবিধি মেনে, কোতয়ালী মডেল থানায় এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বরিশাল মহানগরীর প্রাণকেন্দ্র চকবাজার, বাজার রোড, গির্জা মহল্লা, সিটি মার্কেট, ফজলুল হক এভিনিউ বাজার কমিটির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সাধারন মানুষের নিরাপত্তা জোড়দার সহ বর্তমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরন করে নিরাপদ সামাজিক দুরত্ব বজায় রাখার ব্যবস্থা গ্রহনের জন্য বাজার কমিটির প্রতিনিধিদের পরামর্শ প্রদান করা হয়।
সভায় সভাপতি আরও বলেন, মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনায় ঈদ কেনাকাটা নিরাপদ ও নির্বিঘ্ন করতে বাজার ভিত্তিক পুলিশি টহল বৃদ্ধিসহ প্রবেশদ্বারে চেকপোষ্টের মাধ্যমে দৃশ্যমান পুলিশি তৎপরতা বৃদ্ধি কর্মসূচী হাতে নিয়েছি,যা শেষ পর্যন্ত থাকবে ।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জনাব মোঃ রাসেল, ওসি কোতয়ালী জনাব মোঃ নুরুল ইসলাম পিপিএম এবং পুলিশ পরিদর্শক(তদন্ত) এ আর মুকুল পিপিএম-সেবা।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST