ঢাকা ৪ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৬ পূর্বাহ্ণ, জুলাই ২২, ২০২০
রাজশাহী ব্যুরো: রাজশাহী-১ তানোর গোদাগাড়ী আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরীর সহধর্মিনী পারুল চৌধুরীর করোনা শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিয়ার ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এর কাছ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। একইদিন এমপি ওমর ফারুক চৌধুরী ও তার সহধর্মিনী করোনা পরীক্ষার জন্য নমুনা
দিয়েছিলেন। সেই নমুনা পরীক্ষায় এমপি ফারুক চৌধুরীর করোনা নেগেটিভ এলেও তার স্ত্রীর পারুল চৌধুরীর করোনা পজিটিভ হয়। এদিন, রামেক হাসপাতালে পিসিআর ল্যাবে ১৮৮ টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১৩৪ টি নেগেটিভ ও ৪৯ টির করোনা পজিটিভ হয়। ২টির ফল অমীমাংসিত রয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST