জামালগঞ্জে আমন ধান সংগ্রহের শুভ উদ্বোধন

প্রকাশিত: ৫:১৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৯

জামালগঞ্জে আমন ধান সংগ্রহের শুভ উদ্বোধন

শামসুল কাদির মিছবাহ, সুনামগঞ্জ:: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় আভ্যন্তরীণ আমন ধান সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় উপজেলা ধান চাল সংগ্রহ কমিটির আয়োজনে উপজেলা খাদ্য গুদামে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ধান-চাল সংগ্রহ কমিটির সভাপতি প্রিয়াংকা পাল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আজিজল হক, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম নবী হোসেন, সাচনা বাজার ইউপি চেয়ারম্যান নূরুল হক আফিন্দী, জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু বক্কর সিদ্দিকী, উপজেলা খাদ্য পরিদর্শক শামসুল হুদা ফয়সল, সাচনা এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহমদসহ কৃষক ও গণমাধ্যমকর্মীবৃন্দ। ধান সংগ্রহের প্রথম দিনে ভীমখালী ইউনিয়নের গোলামীপুর গ্রামের কৃষক আব্দুল হামিদের কাছ থেকে ১ টন ধান সংগ্রহ করা হয়। এ বছর উপজেলার ৪৪৫ জন কৃষকের কাছ থেকে আমন ধান সংগ্রহ করা হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest