সেবা দানে আরও সুসজ্জিত বিএমপি, স্থাপন করা হয়েছে বিশেষ ডেস্ক।

প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ, জুলাই ২৩, ২০২০

সেবা দানে আরও সুসজ্জিত বিএমপি, স্থাপন করা হয়েছে বিশেষ ডেস্ক।

নিজস্ব প্রতিবেদকঃ নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সুবিধা বঞ্চিত তথা ভুক্তভোগীদের অগ্রাধিকার ভিত্তিতে সেবা প্রদানের নিমিত্তে বিএমপি’র থানাগুলোতে নারী,শিশু,বয়স্ক ও প্রতিবন্ধী ডেস্ক ও সার্ভিস ডেলিভারী ডেস্ক এ দায়িত্বরত অফিসার , অত্র থানায় আগত নারী,শিশু,বয়স্ক ও প্রতিবন্ধী তথা ভুক্তোভোগী কর্তৃক অভিযোগের কথা শুনে দ্রুততম সময়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ায় সেবার মান যেমন বৃদ্ধি পেয়েছে, বিএমপি’র ভাবমূর্তি তেমন উজ্জ্বল ও প্রশংসনীয় হচ্ছে সর্ব মহলে।

মূলত মুজিববর্ষের অঙ্গীকার তথা জনতার পুলিশ এই ধারনা বাস্তবায়নে মাননীয় বিএমপি কমিশনার মহোদয়ের নেতৃত্বে নারী,শিশু,বয়স্ক ও প্রতিবন্ধী ডেস্ক স্থাপন, জনতার পুলিশ কথাটিকে স্বার্থক রুপ দিয়েছে।

গত ২১/৭/২০২০ খ্রিঃ উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি জনাব মোঃ মোকতার হোসেন, পিপিএম-সেবা কোতয়ালী মডেল থানা, বিএমপি’র নারী,শিশু,বয়স্ক ও প্রতিবন্ধী ডেস্ক ও সার্ভিস ডেলিভারী ডেস্ক আকস্মিক পরিদর্শন করেন এবং মাননীয় বিএমপি অভিভাবক মহোদয়ের দিক নির্দেশনা অবগত করেন।

তিনি বলেন,স্বচ্ছ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে। কারো বিরুদ্ধে সেবা দানে ত্রুটি বিচ্যুতি পেলে ছাড় দেয়া হবে না।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest