ঘাটাইলে উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালিত

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৯

ঘাটাইলে উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালিত

শহিদুল ইসলাম সোহেল, ময়মনসিংহ ব্যুরো : টাঙ্গাইলের ঘাটাইলে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ফুটপাত দখল মুক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিভিন্ন সড়কে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, পৌর মেয়র শহিদুজ্জামান খান শহীদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এনামুল হক ছাড়াও স্থানীয় সংবাদকর্মীবৃন্দ ও সমাজকর্মীরা উপস্থিত ছিলেন। অভিযানে সহযোগিতা করেন অন্তত ৫০ জন গ্রাম পুলিশ সদস্য। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে ঘাটাইল পৌরসভার কলেজ মোড়, পুরাতন বাস স্ট্যান্ড, প্রধানসড়ক, কলেজ রোড ও স’মিল রোডের বিভিন্ন অবৈধ স্থাপনা, সাইনবোর্ড, বিলবোর্ড, চায়ের দোকান, ফলের দোকান, পুরাতন কাপড়ের দোকান, কলার দোকান, বাসের টিকেট কাউন্টার ভেঙ্গে গুঁড়িয়ে দেন গ্রাম পুলিশ সদস্যরা। জানা যায়, রাস্তায় বিক্ষিপ্তভাবে এলোপাথাড়ি বাস, সিএনজি, অটোরিকশা, অটোটেম্পো ইত্যাদি না রাখার ব্যাপারেও সতর্ক করে দেওয়া হয়। এছারাও কলেজ মোড় এলাকায় বিভিন্ন বাসাবাড়ীর পয়রনিস্কাশনের পানি রাস্তায় ফেলে জনদুর্ভোগ তৈরির জন্য একাধিক বাসার মালিককে মৌখিক সতর্ক করে সাত দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। জনসাধারণের অসংখ্য অভিযোগের ভিত্তিতে ভূমি ও ইমারত (দখল পুনরুদ্ধার) অধ্যাদেশ আইনের ১৯৭০/৫ এর ২ ধারা মোতাবেক এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানকালীন প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest