নলছিটিতে আওয়ামীলীগের সম্মেলন অর্ধশতাধিক তোরণ, পথে পথে ব্যানার-ফেষ্টুন

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৯

নলছিটিতে আওয়ামীলীগের সম্মেলন অর্ধশতাধিক তোরণ, পথে পথে ব্যানার-ফেষ্টুন
হাসান অারেফিন,নলছিটিপ্রতিনিধি :   বাহারি শতাধিক তোরণ, রং-বেরঙের সহ্রাধিক ডিজিটাল ব্যানার। অভিনন্দন আর শুভেচ্ছা পোষ্টারে রঙিন নলছিটির পথঘাট। জমকালো আয়োজনের কোন কিছুরই যেন কমতি নেই। আগামী ৬ ডিসেম্বর শুক্রবার নলছিটি উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নলছিটি উপজেলা আওয়ামীলীগের পক্ষে থেকে স্থানীয় মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সম্মেলনের সকল প্রস্ততি ইতোমধ্যে সম্পন্ন করেছে আয়োজকরা। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন ঝালকাঠি-২ আসনের সাংসদ ও আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। এরমধ্যে গত এক সপ্তাহ থেকেই গুরুত্বপূর্ণ সব স্থানে তোরণ ও পথে পথে ব্যানারে সাজিয়েছেন দলীয় নেতাকর্মীরা। সম্মেলনকে ঘিরে উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে দলীয় নেতাকর্মীদের মাঝে। এসব কারণেই উপজেলার সর্বত্র এখন সাজ সাজ রব। সরেজমিনে দেখা গেছে, সম্মেলন উপলক্ষে উপজেলার প্রবেশদ্বার দপদপিয়া জিরো পয়েন্ট থেকে অনুষ্ঠান ময়দান পর্যন্ত অর্ধশতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে। এছাড়া তোরণ নির্মাণ করা হয়েছে উপজেলার বিভিন্ন হাটবাজার ও গুরুত্বপূর্ণ পয়েন্টে। আওয়ামীলীগ ও তাদের সহযোগী সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসায়িক মালিকরা ওই সব তোরণ নির্মাণ করেছে। সম্মেলন স্থান উপজেলার মার্চেন্টস স্কুল মাঠে চলছে বিশাল মঞ্চ নির্মাণের কাজ। উপজেলার বিভিন্ন এলাকায় সাঁটানো হয়েছে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ডিজিটাল ব্যানার। শহর ও শহরতলীর রাস্তার পাশে নেতাকর্মীরা নিজেদের পরিচয় জাহির করার জন্য ছবিযুক্ত ডিজিটাল ব্যানার সাঁটিয়েছে। শুভেচ্ছা পোষ্টারে সয়লাব হয়ে আছে উপজেলার বিভিন্ন হাটবাজার। সম্মেলনে যোগ দিতে উপজেলার সর্বত্র চলছে মাইকিং। সম্মেলনের সভাপতিত্ব করবেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি তছলিম উদ্দিন চৌধূরী। সম্মেলনের প্রস্তুতি সর্ম্পকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি তছলিম উদ্দিন চৌধুরী জানান, সম্মেলনকে জমকালো করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সম্মেলনে আমাদের রাজনৈতিক অভিবাবক আমির হোসেন আমু যাকে যোগ্য মনে করে দলের দায়িত্ব দিবেন তাকেই মেনে নিবো।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest