নাটোরে বড়াইগ্রাম থানায় বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২০

নাটোরে বড়াইগ্রাম থানায় বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন

আবু মুসা স্টাফ রিপোর্টারঃ
মুজিব শতবর্ষ উপলক্ষে দেশব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে বড়াইগ্রাম থানা পুলিশের আয়োজনে বনজ, ফলদ ও ঔষুধি গাছের প্রায় ১ হাজার চারা রোপনের উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে সোমবার নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহার নির্দেশনায় বড়াইগ্রাম থানা পুলিশের আয়োজনে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কুমার দাসের নেতৃত্বে থানা চত্ত্বরে ও এর আশপাশের এলাকায় প্রায় ১ হাজার গাছের চারা রোপনের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন থানার সকল অফিসার ও পুলিশ সদস্য বৃন্দ।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কুমার দাস জানান, নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা মহদয়ের নির্দেশনায় থানা চত্ত্বরসহ এর আশপাশের এলাকায় প্রায় ১ হাজার গাছের চারা রোপনের উদ্বোধন করা হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest