দিনাজপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহে এ্যাডভোকেসী সভা

প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৯

দিনাজপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহে এ্যাডভোকেসী সভা

দিনাজপুর থেকে সিদ্দিক হোসেন ॥ বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পরিবার পরিকল্পনা বিভাগ দিনাজপুর এর আয়োজনে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ (৭-১২ ডিসেম্বর) এবং প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। “পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি, কৈশোরকালীন মাতৃত্ব রোধ করি”-এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবার পরিকল্পনা অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক ডাঃ মোঃ আবু নছর নূরুল ইসলাম চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আহাদ আলী, সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুস কুদ্দুছ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার। স্বাগত বক্তব্য রাখেন এমওএমসিএইচ- এফপি সদর দিনাজপুর ডাঃ গোপীনাথ বসাক। দিনাজপুর জেলার পরিবার পরিকল্পনা কার্যক্রম ও প্রচার-প্রচারণা বিষয়ে তথ্য উপস্থাপনা করেন এফপিসিএস-কিউআইটি দিনাজপুরের ডিষ্ট্রিক্ট কনস্যালসেন্ট ডাঃ মোঃ রেজাউল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ তৌহিদুল ইসলাম, এলজিইডি দিনাজপুরের উপ-পরিচালক রুহুল আমিন মিয়া, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান তারিকুন বেগম লাবুন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোর্শেদ আলী খান, জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, এনজিও ব্যক্তিত্ব তাহেরুল ইসলাম ও সাংবাদিক কাশী কুমার দাস। সঞ্চালকের দায়িত্ব পালন করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অমল কুমার সরকার। প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম বলেন, দেশের উন্নয়নের প্রধান শর্ত হলো মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়ন। পরিকল্পিত পরিবার গঠনের মাধ্যমে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমিয়ে আনতে জিও-এনজিও প্রতিনিধিদের এগিয়ে আসতে হবে। বাল্য বিবাহ রোধ করতে পারলে জাতিকে আমরা ভালো সন্তান উপহার দিতে পারব। যে সন্তান এক দিন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কর্মধার হবে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest