ঢাকা ৯ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪২ পূর্বাহ্ণ, জুলাই ২৮, ২০২০
শফিউর রহমান কামালঃজেলা প্রশাসন বরিশাল থেকে আজ ২৭ জুলাই তারিখ পর্যন্ত বরিশাল জেলার করোনা (কোভিড-১৯) এর সংক্রমণ সংক্রান্ত তথ্যঃ
আজ ২৭ জুলাই তারিখে বরিশাল জেলায় নতুন করে ৩০ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। আজ শনাক্ত হওয়া ৩০ জন সহ অদ্যাবধি এ জেলায় ২৩৫৬ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।
আজ ২৭ জুলাই এ জেলায় করোনা আক্রান্ত ৫০ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। অদ্যাবধি এ জেলায় মোট ১৪৩২ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
আজ ২৭ জুলাই এ জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী কোন ব্যক্তির তথ্য পাওয়া যায়নি। অদ্যাবধি এ জেলায় ৪০ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।
আজ শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী বাকেরগঞ্জ উপজেলার ০৪ জন, গৌরনদী উপজেলার ০৪ জন, বানারীপাড়া উপজেলার ০৩ জন, মুলাদী উপজেলার ০৩ জন, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত সদর রোড এলাকার ০২ জন, ব্রাউন কম্পাউন্ড, চাঁদমারি, গোরস্থান রোড, মুন্সী গ্যারেজ, বটতলা, কাশীপুর, কালীবাড়ি রোড, চকবাজার প্রত্যেক এলাকার ০১ জন করে ০৮ জন, র্যাব-৮ এ কর্মরত ০১ জন, উজিরপুর উপজেলায় কর্মরত ০১ জন নার্স, সদর জেনারেল হাসপাতালে কর্মরত ০১ জন নার্স, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ০৩ জন নার্সসহ মোট ৩০ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।
গত ১২ এপ্রিল থেকে অদ্যাবধি বাবুগঞ্জ উপজেলায় ৯৭ জন, সদর উপজেলায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ,নার্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রসহ ১৭২৫ জন, উজিরপুর উপজেলায় ১২৫ জন, বাকেরগঞ্জ উপজেলায় ৯৬ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ৩৮ জন, হিজলা উপজেলায় ৪৩ জন, বানারীপাড়া উপজেলায় ৫৫ জন, মুলাদী উপজেলায় ৬০ জন, গৌরনদী উপজেলায় ৭৩ জন, আগৈলঝাড়া উপজেলায় ৪৪ জন করে মোট ২৩৫৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
অদ্যাবধি জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ০৫ জন কর্মকর্তা করোনা আক্রান্ত হয়েছেন।
অদ্যাবধি এ জেলার বিভিন্ন পর্যায়ের ০২ জন জনপ্রতিনিধি করোনা আক্রান্ত হয়েছেন।
অদ্যাবধি জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ০৯ জন কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন।
আজ শনাক্ত হওয়া উজিরপুর উপজেলায় কর্মরত ০১ জন নার্স, সদর জেনারেল হাসপাতালে কর্মরত ০১ জন নার্স, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ০৩ জন নার্সসহ অদ্যাবধি এ জেলার স্বাস্থ্য বিভাগে কর্মরত ৩০৪ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ০২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।
সকলকে মাস্ক পরিধানপূর্বক স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে গণপরিবহনে চলাচল, দাপ্তরিক কর্মকান্ড ও সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম পরিচালনা করার জন্য জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST