টাঙ্গাইলে জেলা প্রশাসক’সহ নতুন ৫২জন করোনা আক্রান্ত, মোট আক্রান্ত সংখ‌্যা ১৫১৫

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২০

টাঙ্গাইলে জেলা প্রশাসক’সহ নতুন ৫২জন করোনা আক্রান্ত, মোট আক্রান্ত সংখ‌্যা ১৫১৫

মোঃ আঃ হাম‌িদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ আতাউল গনি’সহ জেলায় নতুন করে ৫২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫১৫ জনে। এদের মধ্যে টাঙ্গাইল সদরে জেলা প্রশাসক মোঃ আতাউল গনি, জেলা বাস ও মিনি বাস মালিক সমিতির মহা-সচিব গোলাম কিবরিয়া বড় মনি, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সার্জারী কনসালন্টেন্ট আবু হানিফ ও টাঙ্গাইল পুলিশের ডিএসবি শাখার একজন এসআইসহ ২৯ জন, নাগরপুরে ২, মির্জাপুরে ৩, বাসাইলে ৭, কালিহাতি ৭, ভুঞাপুর ১ ও ধনবাড়িতে ৩ জন রয়েছে।

টাঙ্গাইলের সিভিল সার্জন জানান, আক্রান্তদের মধ্যে ৮৫৩ জন সুস্থ হয়েছেন। মৃত্যু হয়েছে ২৫ জনের। বাড়িতে ও আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ৬০২জন। নমুনা পরীক্ষার রিপোর্ট পেন্ডিং রয়েছে ৯০টি। সর্বশেষ ১৩৮টি নমুনা প্রেরণ করা হয়। এসব নমুনার মধ্যে মঙ্গলবার ৫২জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। ১০ জনের পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্বাবোধয়াক ডা. সদর উদ্দিন জানান, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে সর্বমোট ৫১জন ভর্তি হয়। এদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ২৮জন। বর্তমানে ১১জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।টাঙ্গাইলের ১২টি উপজেলার মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় সব চেয়ে বেশি করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে। এ নিয়ে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে উঠেছে। শহরের হাট-বাজার জনসাধারণের চলাচলে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার বালাই নেই। সদর উপজেলায় সর্বমোট ৫৩৯জন আক্রান্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ্য হয়েছে ২২৮জন। মারা গেছে ৯জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৩০২জন ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest