ফকিরহাটের গ্রামীন সড়ক দখল করে অবৈধভাবে ইট বালির ব্যবসা

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২০

মোঃ সাগর মল্লিক,বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটের বিভিন্ন স্থানেই গ্রামীন সড়ক দখল করে
অবৈধভাবে রাখা হচ্ছে ইট, বালি। যখন যেখানে খুশি ট্রাক,লরি
রেখেই লোড আনলোড করা হচ্ছে। উপজেলার মূলঘর ইউনিয়ন পরিষদের
সামনেও একই চিত্র দেখা গিয়েছে।আর অবৈধভাবে সড়ক দখল করে
রাখায় কিছুদিন পূর্বেও দূর্ঘটনায় মৃত্যুবরণ করেছে সৈয়দ
স্বাধীন (১৬) নামের এক কিশোর। স্থানীয়দের দাবী গ্রামীন জনপদের
জনবহুল এই এলাকার রাস্তার দুইপাশে অবৈধভাবে ট্রাক,লরি,
ইট,বালি,খোয়া,গাছ রাখার কারনে সড়কটি দিন দিন
ঝ্ূঁকিপূর্ন হয়ে উঠছে। যার ফলে যে কোন সময় এই স বড়ধরনের
দূর্ঘটনা ঘটতে পারে। এই সড়কেই মূলঘর আদর্শ শিশু বিদ্যালয়
অবস্থিত। যার কারণেই প্রতিদিন যাতায়াত করে কোমলমতি
শিক্ষার্থীরা। আর এই সড়ক যদি এভাবেই দখল করে নিজ স্বার্থ
হাসিলে ব্যস্ত থাকে অসাধু ব্যাক্তিরা তবে যে কোন সময়
দূর্ঘটনার কবলে পড়তে পারে এই কোমলমতি শিক্ষার্থীরা। এলাকার
সচেতন মহলের দাবী দ্রæত এসব অবৈধ সড়ক দখলকারীদের বিরুদ্ধে
ব্যবস্থা গ্রহন করা হউক। তাহলে সকলেই নিরাপদে চলাচল করতে পারবে।
এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রহিমা সুলতানা বুশরা
বলেন, বিভিন্ন সময় তথ্য পেয়ে আমরা অভিযান পরিচালনা করেছি।
যেহেতু বিষয়টি জানতে পেরেছি সেহেতু অতি দ্রত ব্যবস্থা
গ্রহণ করা হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest