নবাবগঞ্জে পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় জরিমানা

প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৯

নবাবগঞ্জে পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় জরিমানা

মোঃ হাসিম উদ্দিন নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় মুদি দোকান গুলোতে পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার না করায় ৪ মুদি দোকান মালিকের ১৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল মামুন । বুধবার দুপুরে উপজেলার সদর রামপুর বাজারে অভিযান চালিয়ে মুদি দোকান মালিক রঞ্জু মিয়ার ২ হাজার, তোতা মিয়ার ৫ হাজার, দিলীপ কুমার সরকারের ৫ হাজার ও রফিকুল ইসলামের ২হাজার টাকা জরিমানা করা হয় । এ সময় দিনাজপুর পাট উন্নয়ন কর্মকর্তা দিলীপ কুমার মালাকা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল মামুন জানান, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ৫৩ নং আইন অনুযায়ী ধান,গম,চাল, ভুট্টা,সার,চিনি এবং উক্ত আইনের সংশোধিত ধারা ২২ এ প্রদত্ত ক্ষমতাবলে মরিচ, হলুদ, পেঁয়াজ,আদা, রসুন,ডাল, ধনিয়া,আলু,আটা,ময়দা,তুষ-খুদ-কুড়া পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করে কৃত্রিম মোড়ক ব্যবহার করায় উক্ত আইনের ৪ নং ধারা অনুযায়ী সুস্পষ্ট লঙ্ঘন করায় এ জরিমানা করা হয়েছে


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest