ছয়দিনের ছুটিতে বুড়িমারী স্থলবন্দর

প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২০

ছয়দিনের ছুটিতে বুড়িমারী স্থলবন্দর

পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধি :ঈদ উল আজাহা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে টানা ৬ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রীদের দেশে ফেরা স্বাভাবিক থাকবে।

বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন স্থলবন্দর আমদানি-রফতানি কারক সমিতির সাধারণ সম্পাদক বুড়িমারী ইউপি চেয়ারম্যান আবু সাইদ নেওয়াজ নিশাত। তিনি বলেন, পবিত্র ঈদ উল আজাহা উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ বুধবার থেকে মঙ্গলবার পর্যন্ত বুড়িমারী স্থলবন্দর ও ভারতীয় চ্যাংরাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এজন্য উভয় দেশের বন্দরের এ্যাক্সপোর্টার, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার ও ট্রাক ওনার্স অ্যাসোশিয়েশনের যৌথ সভা অনুষ্ঠিত হয়। দুদেশের কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ী সংগঠনগুলোর মাঝে ছুটির পত্র বিনিময় করা হয়েছে। আগামী বুধবার যথারীতি বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে বলেও জানান তিনি।

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও সচল থাকবে স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের আগমন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest