চারঘাটে অজ্ঞান পার্টির এক সদস্য আটক, ৫০ হাজার টাকা উদ্ধার

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২০

চারঘাটে অজ্ঞান পার্টির এক সদস্য  আটক, ৫০ হাজার টাকা উদ্ধার

রাজশাহী ব্যুরো :
রাজশাহীর চারঘাটে হাসান মাহমুদ (২৮) নামের অজ্ঞান পার্টির এক সদস্যকে আটক করেছে পুলিশ। সেই সাথে তার কাছ থেকে ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তি রাজশাহীর চারঘাট উপজেলার সাদিপুর পশ্চিমপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, চলতি মাসে গত ২৫ তারিখ দুপুর আনুমানিক আড়াইটার দিকে চারঘাট উপজেলা গেট সংলগ্ন মের্সাস মাহী টের্ডাস নামক রড সিমেন্টের দোকানের ম্যানেজার অনুপমপুর গ্রামের মৃত রহামাতুল্লাহর ছেলে গোলাম মোস্তফাকে অজ্ঞাতননামা কয়েকজন ব্যক্তি কৌশলে চায়ের সাথে চেতনানাশক দ্রব্য মিশিয়ে চা খাওয়ায়। চা খাওয়ার পর গোলাম মোস্তফা অজ্ঞান হয়ে পড়লে দোকানের ক্যাশ বাক্সে থাকা আশি হাজার টাকা নিয়ে যায়। দোকানের মালিক ফরিদা চারঘাট থানায় মামলা দায়ের করেন। এরপর গোপন তথ্যের ভিত্তিতে চারঘাট থানা পুলিশ ঘটনার সাথে জড়িত হাসান মাহামুদকে ৩০ তারিখ রাত সাড়ে ১২টার দিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে ও কাছ থাকে পঞ্চাশ হাজার টাকা উদ্ধার করে। আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest