শামসুল কাদির মিছবাহ, সুনামগঞ্জ: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় জলবায়ু পরিবর্তনে চ্যালেঞ্জ মোকাবেলায় ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়ার্ডের পুরস্কার বিতরণি ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল। জামালগঞ্জ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক চিত্ত রঞ্জন দাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবীর, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শরীফ উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা অমিত প-িত, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্ত্তী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রাব্বী জাহান, জনস্বাস্থ্য প্রকৌশলী রাম কুমার সাহা, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুল মুকিত, আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌফিকুল ইসলাম। মেলায় জামালগঞ্জ সরকারি কলেজ, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, আলাউদ্দিন মেমোরিয়ার উচ্চ বিদ্যালয়, সাচনা বাজার উচ্চ বিদ্যালয়, ভীমখালী উচ্চ বিদ্যালয়, নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়, বেহেলী উচ্চ বিদ্যালয়, নোয়াগাঁও অষ্টগ্রাম ইসলামী মাদ্রাসার ছাত্রছাত্রীরা প্রতিযোগিতায় অংশ নেন। সভা শেষে বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।