প্রকাশিত: ৬:৩১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৯

ভোলা প্রতিনিধি, আপেল মাহমুদ(শাওন): ভোলায় মা ও শিশু কল্যান কেন্দ্রে কিশোর কিশোরীদের বয়সন্ধিকালীন সেবা কার্যক্রম
পরিদর্শন করেছেন ইউনিসেফ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টিভ তোমো
হজুমি।
আজ বুধবার (৪ নভেম্বর ) দপুরে তিনি এই পরিদর্শন করেন। এসময় তিনি সেবা
নিতে আসা কিশোর কিশোরীদের সাথে কথা বলেন। তাদের কোন সমস্যা হয় কিনা
সেবা নিতে তাও জিজ্ঞেস করেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, ইউনিসেফ বাংলাদেশের কান্ট্রি
রিপ্রেজেন্টিভ তোমো হজুমি’র সাথে উপস্থিত ছিলেন, ইউনি‌সেফের বরিশাল
বিভাগীয় চীফ এএইচ তৌফিক আহমেদ, ইউনিসেফ ওয়াটার এন্ড স্যানিটেশন
কর্মকর্তা মো: ফোরকান আহমেদ, ইউনিসেফের শিশু সুরক্ষা কর্মকর্তা মো:
জামিল হোসেন, ইউনিসেফের এডুকেশন অফিসার রুবাইয়া মঞ্জুর সহ অনেকে


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest