ভোলায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:৩৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৯

ভোলায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধি, আপেল মাহমুদ(শাওন): ভোলায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা এবং প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক মাহমুদুল হক আজাদ জানান, আগামী ৭-১২ ডিসেম্বর সারা দেশের ন্যায় ভোলাতেও পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালন করা হবে। এবারের প্রতিপাদ্য বিষয় হলো “পরিবার পরিকল্পনা সেবা গ্রহন করি, কৈশোরকালীন মাতৃত্ব রোধ করি”। তিনি আরো জানান, সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে চরাঞ্চলের অবহেলিত মানুষের মাঝে সচেতনতামূলক প্রচার প্রচারণা, কৈশোরকালীন মাতৃত্ব রোধসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলা স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো. মাহমুদুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, বিটিভি ভোলা প্রতিনিধি আবু তাহের, প্রেসক্লাব সাধারণ সম্পাদক অমিতাভ অপু, সাংবাদিক হাসিব রহমান, হাসনাইন আহমেদ মুন্না, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামাল হোসেন প্রমূখ।অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা সংশ্লিষ্ট কর্মকর্তা ও মাঠ পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest