পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২০

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু

মামুনুর রশীদ, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিপন ইসলাম (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (৭ আগষ্ট) সকাল ১০টায় বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালেকা ডাঙ্গায় এলাকায় এ ঘটনাটি ঘটে। মৃত রিপন ইসলাম ওই এলাকার ইদ্রিস আলী ছেলের।

স্থানীয়রা জানায়, বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালেকা ডাঙ্গা এলাকার আকবর আলীর বাড়িতে টিনের ঘর পরিস্কার করার জন্য ঘরের উপর উঠলে টিনের সাথে বিদ্যুৎতের তার লিগ থাকায় সে বিদ্যুৎতায়িত হয়ে পড়ে। তার কোন সাড়া শব্দ না পেয়ে স্থানীয়রা এগিয়ে আসে এবং ঘরের উপর থেকে কিশোর রিপনকে মৃত অবস্থায় উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই এলাকার আকবর আলী টিনের ঘড় পরিস্কার করার জন্য কিশোর রিপনকে ঘরে উপর তুলে দেয়। ঘরের উপর বিদ্যুতের সংযোগের তার লিগ থাকায় ওই তারে বিদ্যুতায়িত হয়ে ওই কিশোর মারা যায়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো: আশরাফুজ্জামান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যুর বিয়ষটি নিশ্চিত করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest