জনবান্ধব ভুমি সেবা নিশ্চিত করতে ভোলায় ভূমি সচিব মাকসুদুর রহমান পাটওয়ারী

প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৯

জনবান্ধব ভুমি সেবা নিশ্চিত করতে ভোলায় ভূমি  সচিব মাকসুদুর রহমান পাটওয়ারী
ভোলা প্রতিনিধি ॥ আপেল মাহমুদ(শাওন) জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করতে ভোলায় স্বচ্ছ, দক্ষ, জবাবদিহি ব্যবস্থাপনা এবং শুদ্ধাচার ও উত্তম চর্চা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ ভোলা জেলা শিল্পকলা একাডেমি অডিটেরিয়ামে এ সেমিনারে অংশগ্রহন করেন ভূমি সচিব মো মাকসুদুর রহমান পাটওয়ারী। এসময় স্থানীয় সকল পর্যায়ের জনপ্রতিনিধিরা তাদের এলাকার ভুমি সংক্রান্ত সমস্যার কথা তুলে ধরেন এবং সুপারিশ প্রদান করেন। এসময় ভুমি সচিব ভূমি সংক্রান্ত সমস্যাগুলো চিহ্নিত করেন এবং দ্রুত সমাধারেন আশ্বাস দেন। পাশাপাশি এধরনের সমস্যা গুলো এড়াতে ভবিষ্যতে নতুন পরিকল্পনা গ্রহনের কথা জানান। সেমিনারে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ভূমি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (আইন) মো আনিস মাহমুদ, বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আব্দুস সালাল। ভোলার জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, স্থানীয় সরকার উপ-পরিচালক মাহমুদুর রহমানসহ প্রশাসনিক কর্মকর্তারা।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest