দিনাজপুরে জেলা পর্যায়ে সিএসও সম্মেলনে এলজিইডি’র উপ-পরিচালক ইভিপিআরএ প্রকল্প হত-দরিদ্র জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা বেষ্ঠনীর মাধ্যমে তাদের অধিকার প্রতিষ্ঠিত করেছে

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৯

দিনাজপুর থেকে সিদ্দিক হোসেন ॥ দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ রুহুল আমিন মিয়া বলেছেন, দিনাজপুরে ইভিপিআরএ প্রকল্প হত-দরিদ্র জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা বেষ্ঠনীর মাধ্যমে তাদের অধিকার প্রতিষ্ঠিত করেছে। ৫ ডিসেম্বর বৃহস্পতিবার দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশন, পল্লীশ্রী ও পামডো’র আয়োজনে এবং ইউরোপিয় ইউনিয়নের অর্থায়নে জেলা পর্যায়ে সিএস ও সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। পল্লীশ্রীর প্রোগ্রাম ম্যানেজার মোঃ সেলিম রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক মোঃ মোর্শেদ আলী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু বক্কার সিদ্দিক, ওয়ার্ল্ড ভিশনের প্রকল্প ব্যবস্থাপক মোঃ ইউসুফ আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নবিউল ইসলাম, শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম, ফুলবাড়ী মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল, এপেক্সবোর্ডির সদস্য সুশান্য টপো, মায়া রানী, সিমন সরেন প্রমুখ। প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ রুহুর আমিন মিয়া বলেন, সরকারের সামাজিক বেষ্ঠনী কর্মসূচীর পাশাপাশি প্রদানকৃত সামাজিক বেষ্ঠনী গুলো প্রাপ্তির ক্ষেত্রে ভূমিকা রাখবে এবং এ ব্যাপারে তারা যথেষ্ট সচেতন হয়েছে। সঞ্চালকের দায়িত্ব পালন করেন পল্লীশ্রী’র প্রকল্প সমন্বয়কারী মাইনুল হক ও ওয়ার্ল্ড ভিশনের এ্যাডভোকেসি এন্ড কমিউনিকেশন অফিসার সাদেকা বেগম। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, এনজিও প্রতিবন্ধী ও উপকারভোগী এপেক্স কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest