আজ বীরগঞ্জ উপজেলা মুক্ত দিবস

প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৯

আজ বীরগঞ্জ উপজেলা মুক্ত দিবস

দিনাজপুর থেকে সিদ্দিক হোসেন ॥
আজ ৬ ডিসেম্বর দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা মুক্ত দিবস। এই উপজেলায় মুক্ত দিবস পালনের লক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে শোভাযাত্রা, আলোচনাসভা ইত্যাদি। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বীরগঞ্জ পাকিস্তানি হানাদান মুক্ত দিবস। এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে বীরগঞ্জ এলাকাকে শক্রমুক্ত করে মুক্তি বাহিনী এবং মিত্র বাহিনীর যোদ্ধারা। পার্শ্ববর্তী জেলা ঠাকুরগাঁও জেলা ৩ ডিসেম্বর শক্রমুক্ত হওয়ার পর পাকিস্তানি হানাদার বাহিনী সৈয়দপুর (পাক বিহার) অভিমুখে পালিয়ে যাবার সময় মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর প্রবল প্রতিরোধের মুখে পড়ে। হানাদার বাহিনী বীরগঞ্জ থেকে পিছু হটে বীরগঞ্জ-কাহারোল উপজেলা সীমান্তে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে ভাতগাঁও ব্রীজের পূর্ব প্রান্তে অবস্থান নেয়। এখানে পাকিস্তানি বাহিনী ও রাজাকারদের সাথে মুক্তিবাহিনীর তুমুল যুদ্ধে ভাতগাঁও ব্রিজের একাংশ ভেঙে যায়। যুদ্ধে বেশ কিছু মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর বীর যোদ্ধা শহীদ হন। ৫ ডিসেম্বর বিকেল ৪টায় মিত্রবাহিনীর বিমান হামলার মধ্যে দিয়ে বীরগঞ্জ শক্রমুক্ত হতে থাকে। রাতেই পুরো এলাকা মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী পুরোপুরি দখল করে নেয়। ০৬ই ডিসেম্বর ১৯৭১ সালের আজকের এই দিনে বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের বাঘাডাঙ্গা সর্বপ্রথম সূর্যের আলো দেখেছিল ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest