ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৯
শহিদুল ইসলাম সোহেল,ময়মনসিংহ ব্যুরো : টাঙ্গাইলের মধুপুরে জাতীয়পার্টির সম্মেলন ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব মো.আশরাফ সিদ্দিকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জাতীয়পার্টির সদস্য সচিব জননেতা এডভোকেট আব্দুস ছালাম চাকলাদার, টাঙ্গাইল জেলা জাতীয়পার্টির যুগ্ম-আহবায়ক এডভোকেট আবু তাহের। মো: আফাজ আলী মাস্টার এর সভাপতিত্বে উপজেলা ‘স, মিল প্রাঙ্গনে আজ ৫ ডিসেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয়পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের হাতকে শক্তিশালী করতে মধুপুর উপজেলা জাতীয়পার্টি আরও গতিশীল ও তৃণমূল পর্যায়ে কর্মীদের সুসংগঠিত করার জন্য মধুপুর উপজেলার নতুন কমিটি ঘোষণা
করেন, টাঙ্গাইল জেলা জাতীয়পার্টির সদস্য সচিব জননেতা এডভোকেট আব্দুস ছালাম চাকলাদার। নতুন কমিটিতে মধুপুর উপজেলা জাতীয়পার্টির সভাপতি হিসাবে সার্জেন (অব:)মোহাম্মদ আলী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় এবং মো.মতিয়ার রহমান মতি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। মধুপুর পৌর কমিটিতে সভাপতি পদে মো.রিপন সরকার ও সাধারণ সম্পাদক পদে অভিজিৎ দেব নির্বাচিত হন। উক্ত সম্মেলনে জেলা ও উপজেলা জাতীয়পার্টির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- খন্দকার মাহাতাবুর রহমান মিথুন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST