ঢাকা ২৪ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৯
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ আজ ৬ই ডিসেম্বর শুক্রবার সকাল ১০ টায় নগরীর বিডিএস মিলনায়তন বরিশালে,বিভাগীয় কমিশনার কার্যালয় বরিশাল এর আয়োজনে, এ টুআই এর সহযোগিতায়,বরিশালে দিনব্যাপী ই-নামজারী বিষয়ক বিভাগীয় সঞ্জীবনী কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সচিব ভূমি মন্ত্রণালয় মোঃ মাকছুদুর রহমান পাটওয়ারী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার বরিশাল মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব (আইন) ভূমি মন্ত্রণালয় আনিস মাহমুদ। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) বরিশাল মোঃ আবদুস ছালাম, বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান, উপ-সচিব ভূমি সংস্কার বোর্ড মোঃ রেজাউল করিম।
এছাড়া এ সময়ে আরও উপস্থিত ছিলেন তিন জেলার জেলা প্রশাসক, কনসালটেন্ট এটুআই তসলিমা হোসেনসহ অতিরিক্ত জেলা প্রশাসক, বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভুমি এবং ভূমি সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিরা ই-নামজারী বিষয়ক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
পরে দ্বিতীয় পর্বে কর্মশালায় ই-নামজারী বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST