টাঙ্গাইলের সখীপুরে ভয়াবহ অগ্নিকান্ডে নাহিদ লাইব্রেরীর প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৯

টাঙ্গাইলের সখীপুরে ভয়াবহ অগ্নিকান্ডে নাহিদ লাইব্রেরীর প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে

শহিদুল ইসলাম সোহেল, ময়মনসিংহ ব্যুরো: টাঙ্গাইলের সখীপুরে ভয়াবহ অগ্নিকান্ডে নাহিদ লাইব্রেরীর প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার তক্তারচালা বাজারে হুমায়ুন কবিরের ওই লাইব্রেরীতে বৈদ্যুতিক মিটার বিষ্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে সখীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। জানা যায়, শুক্রবার সকাল ৮ টার দিকে উপজেলার তক্তারচালা বাজারের হুমায়ন কবিরের নাহিদ লাইব্রেরীর পল্লীবিদ্যুতের মিটারটি হঠাৎ করেই বিষ্ফোরণ ঘটে । কয়েক মিনিটের মধ্যে ওই বিষ্ফোরনের আগুন সারা ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ীরা ও সখীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন। আগুনে ওই লাইব্রেরীর প্রায় ১৫ লাখ টাকার বইপত্র ও মালামাল পুড়ে যায়। নাহিদ লাইব্রেরীর মালিক হুমায়ন কবির বলেন- শুক্রবার লাইব্রেরী বন্ধ থাকায় মালামাল বের করতে পারিনী। স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য নতুন করে আনা প্রায় ১৫ লাখ টাকার বই পুড়ে গেছে। সখীপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. বোরহান আলী জানান, আগুন লাগার ১৫ মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বৈদ্যুতিক মিটার বিষ্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত বলে জানা গেছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest