চীনের ভ্যাকসিন ট্রায়ালের অনুমতি দিল সরকার |

প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২০

চীনের ভ্যাকসিন ট্রায়ালের অনুমতি দিল সরকার |

মোহাম্মদ মাহমুদুল হাসান |
ঢাকা |

চীনের সঙ্গে আলোচনার ভিত্তিতে চায়না সিনোভ্যাক কোম্পানির ভ্যাকসিনের ট্রায়াল করতে অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীনের সিনোভ্যাকের ভ্যাকসিন ট্রয়ালের অনুমতি দিয়েছে সরকার। আইসিডিডিআরবির সহযোগিতায় এই ট্রায়াল হবে। ট্রায়ালের সব খরচ বহন করবে চীন। জাহিদ মালেক বলেন, ‘বাংলাদেশে চায়নার সিনোভ্যাক ভ্যাকসিন ট্রায়াল করতে চায়। এক লাখ ইউনিট ফ্রি দেবে চায়না। বাংলাদেশকে ভ্যাকসিন পেতে অগ্রাধিকার দেওয়ার শর্ত দেওয়া হয়েছে। যারা স্বেচ্ছায় আসবে তারা চায়নার সিনোভ্যাকের ট্রায়ালে অংশ নিতে পারবে ৷’ স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, যে ভ্যাকসিন আগে আসবে সে ভ্যাকসিন আগে গ্রহণ করা হবে। ট্রায়াল অনুমোদন দেওয়া হচ্ছে। স্বেচ্ছাসেবক যত পাওয়া যাবে তার উপর সংখ্যা নির্ধারিত হবে। ভারত অনুমতি চাইলে তাদেরও দেওয়া হবে।ডিসেম্বর-জানুয়ারির আগে ভ্যাকসিন আসবে না উল্লেখ করে তিনি বলেন, আশা করছি আগামী বছরের মে-জুন নাগাদ সাধারণ মানুষ ভ্যাকসিন পাবে। বাংলাদেশের বেক্সিমকো, বিকনসহ দেশি কোম্পানিগুলো আগ্রহ দেখাচ্ছে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest