ঢাকা ২৪ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৯
মা.জসিম উদ্দিন দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: দুমকিত গত ৬ই ডিসম্বর মুজিব বর্ষ উপলক্ষ শিল্পকলা একাডমির শুভ উদ্ধাধন করা হয়ছ। উপজলা নির্বাহী অফিসার শঙ্কর কুমার বিশ্বাস এর উদ্যাগ এবং সাং¯তিকমনা ও বিশিষ্ট ব্যক্তিদর সহযাগীতায় বহু দিনর প্রত্যাশিত এ শিল্পকলা একাডমির সূচনা এবং শুভ উদ্ধাধনী অনুষ্টানর আয়াজন করা হয়। বধুর সাঁজ সজ্জিত উপজলা অডিটরিয়াম ¯ানীয় শিল্পীরা এবং বিশিষ্ট নাট্যকার ও অভিনত্রী তমালিকা কর্মকার সুরর আগুন দর্শকদর মাতিয় তালন। উপজলা নির্বাহী অফিসার শঙ্কর কুমার বিশ্বাস এর সভাপতিত্ব অন্যান্যার মধ্য উপ¯িত ছিলন, আওয়ামীলীগর দুমকি উপজলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ, উপজলা মহিলা ভাইস চয়ারম্যান ফরিদা ইয়াসমিন, প্রস ক্লাব সভাপতি জসিম উদ্দিন সুমন, সাংবাদিক সাইফুল ইসলাম, শ্রীরামপুরর আওয়ামীলীগ শাখার সভাপতি নাসির উদ্দিন মধা, অধ্যক্ষ জামাল হাসন, নাট্যকার ও শিল্পী গাষ্ঠী সহ সকল কলজ ও বিদ্যালয়র প্রধানগন, ছাত্র-ছাত্রী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপ¯িত ছিলন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST