কাঠালিয়ায় বঙ্গবন্ধু’র ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালিত

প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২০

কাঠালিয়ায় বঙ্গবন্ধু’র ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালিত

কাঠালিয়া(ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় অডিটরিয়ামে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোঃ শাহ আলম।

প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খান সাইফুল্লাহ পনির। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডভোকেট এম. এ. জলিলি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরুন কর্মকার, জেলা আওয়ামী লীগের বণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক খসরু নোমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হক মনির, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আবুল বাশার বাদশা, জেলা যুবলীগের আহবায়ক রেজাউল করিম জাকির।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান বদুউজ্জামান বদু, বিআরডিবি’র চেয়ারম্যান কাওছার আহম্মেদ জেনিভ, উপজেলা যুবলীগের সভাপতি এসএম ফায়জুল আলম সিদ্দিকী ফিরোজ, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার, কেন্দ্রীয় ছাত্রনেতা ইমরান জমাদ্দার, ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম ফোরকান, শিশির দাস, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মঞ্জরুল কবির পারভেজ জমাদ্দার, আওরাবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আঃ সত্তার হাওলাদার, সদর ইউনিযনের সাধারণ সম্পাদক মো. রোকন সিকদার, চেঁচরী রামপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন খান, ছাত্রলীগ নেতা মো. জিসান সিকদার প্রমুখ। সভাশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. খাইরুল আমিন ছগির ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest