রাঙ্গাবালীতে তদারকি কর্মকতা ছাড়া ভিজিডি চল বিতরন

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২০

রাঙ্গাবালীতে তদারকি কর্মকতা  ছাড়া ভিজিডি চল বিতরন

মোঃ মনিরুল ইসলাম রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলায় ভিজিডির চাল বিতরনে করছে তদারকি কর্মকর্তা ছাড়া ইউপি সদস্য গন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ইউপি সদস্যরা যার যার নিজ ওয়াডে টমটম ভরে নিয়ে গেছে বিতরন করার জন্য। কার্ড নিয়া আসা লোক জোনের উপস্থিতি কম।কার্ডে সাক্ষর ছাড়াই চাল বিতরণ করা হয়।

বাহের চর ওয়ার্ডের চাল বিতরন হয়।সেখানে ইউপি সদস্য নাই, কোন ট্যাগ অফিসার নাই।কার্ড নিয়া আসলে কার্ড রেখে দেয়া হয়।নেই কার্ডে ইউপি সচিবের সাক্ষর।কার্ড এন্টি করা ও হয় না।
কাজীর হাওলার দফাদার নিেজ এই চাল বিতরন করে। দফাদার যাওয়া সময় মটোর সাইকেলে করে দুই বস্তা চাল নিয়া যায়।

বিতরণ এর শেষে ১৮-২০ বস্তা চাল থেকে যায়। সেই চাল আবার গোডাউনে ভিতর রাখা হয়।ডিউলেটার দেয়ার পর তা আবার গোডাউনে যাওয়ার কথা না।

রাঙ্গাবালী উপজেলার ইউএনও মাশফাকুর রহমান বলেন,আমাকে এব্যাপারে কেউ কিছু বলে নাই। চেয়ারম্যানের একজন প্রতিনিধি থাকবে। তদারকি কর্মকতা ও থাকার কথা। সে যে নাই তাতো জানি না।

মুঠো ফোনে যোগাযোগ করলে ইউপি সদস্য শিমুল বলেন,আমি পটুয়াখালী আছি।নেট সমস্যায় সম্পূর্ণ কথা বলা যায় নাই। তদারকি কর্মকর্তা প্রাথমিক শিক্ষা অফিসার সগীর আহম্মেদ বলেন,আমার ছোট বাচ্চা অসুস্থ তাই আমি গলাচিপা আছি।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest