ঢাকা ২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৯
শহিদুল ইসলাম সোহেল, ময়মনসিংহ ব্যুরোঃটাঙ্গাইলে ১৩০ লিটার চোলাইমদসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২। গোপন সংবাদের ভিত্তিতে (৭ ডিসেম্বর)শনিবার টাঙ্গাইল সদর থানাধীন দক্ষিণ কলেজ পাড়া চামড়া পট্রি বেবিষ্টান সংলগ্ন এলাকা থেকে সকাল ৯টার দিকে ৫৪ লিটার চোলাই মদ এবং মদ প্রস্তুতের উপকরণসমূহ ৭৬ লিটার সর্বমোট ১৩০ লিটার মদ উদ্ধার সহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতার কৃত আসামীরা হলেন,সঞ্জয় রবিদাস(৩৫),পিতা-স্বপন রবিদাস,নিমাই রবিদাস,পিতা-শিবু রবিদাস। তারা ২জনেই টাঙ্গাইল সদর পৌর এলাকার দক্ষিণ কলেজ পাড়ার বাসিন্দা। এরা দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে চোলাই মদ তৈরি করে বিভিন্ন এলাকায বিক্রি করে আসছিল। র্যাবের কোম্পানির কমান্ডার মো: শফিকুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান,সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে এবং তার অব্যাহত থাকবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST