রাজশাহীতে মৃত লাশ ভেবে ড্রেন থেকে জীবিত চোর উদ্ধার

প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০

রাজশাহীতে মৃত লাশ ভেবে ড্রেন থেকে জীবিত চোর উদ্ধার

রাজশাহী ব্যুরো :
রাজশাহী মহানগরীর শালবাগান এলাকার ড্রেনে ভেসে থাকা একব্যক্তিকে মৃত লাশ ভাবে জীবিত চোরকে উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী তাকে মৃত মনে করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সেখানে এসে লাশ বলে লোকটিকে তুলতে গেলে সে বলে আমি বেঁচে আছি। এরপর তার মুখ থেকেই জানা যায় সে একজন চোর। তার বাড়ি ছোট বনগ্রাম এলাকায়।

চোরটি জানায়, রবিবার গভীর রাতে সে বিজিবি হেডকোয়ার্টার পাশে প্রাচীর টপকে প্রবেশ করে একটি গাড়ির ব্যাটারি চুরি করে নিয়ে আসার সময়ই প্রাচীর টপকে নামার সময় অন্ধকারে ডোবাতে পা পিছলে পড়ে যায়। এরপর ডোরবার বিষাক্ত পানির গন্ধে সে বেহুশ হয়ে যায়। পুলিশ জানিয়েছে সে একজন চোর। চুরি করার সময়ই নেশাগ্রস্ত অবস্থায় থাকার কারণেই এই ঘটনা ঘটেছে। পরে পুলিশ চোরটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এ তথ্য নিশ্চিত করে নগরীর চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ সিরাজুম মনির বলেন, তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest