ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
মেহেদী হাসান মুবিন, মির্জাগঞ্জ।। আজ ৮ ডিসেম্বর মির্জাগঞ্জ উপজেলা মুক্তদিবস। ১৯৭১- এর এদিন ভোর রাতে বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন গ্রুপ কমান্ডার আলতাফ হায়দারের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা উপজেলা সদর সুবিদখালীতে প্রবেশ করেন। খবর পেয়ে পাক হানাদার বাহিনীর দোসর স্বাধীনতা বিরোধী আলবদর, রাজাকারদের তৎকালীন ঘাটিঁ মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা ছেড়ে তারা উপজেলা শহর থেকে অনেকে অস্ত্র ফেলে পালিয়ে যায় এবং কেউ কেউ অস্ত্রসহ বীর মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসর্মাপন করে। মুক্তিবাহিনী উপজেলা শহরে প্রবেশ করেছে এই সংবাদে ছাত্র-জনতার জয়বাংলা শ্লোগানে শ্লোগানে উপজেলা শহর সহ সবর্ত্র মুখরিত হয়ে ওঠে। ঐ দিন ভোরে হাজার হাজার সমবেত জনতার মাঝে সুবিদখালী রহমান ইসহাক পাইলট হাইস্কুল মাঠে যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা গ্রুপ কমান্ডার আলতাফ হায়দার উত্তোলন করেন মির্জাগঞ্জে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST