ঠাকুরগাঁওয়ে নার্সকে উত্যক্ত করায় যুবকের ৩ মাসের কারাদণ্ড

প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০

ঠাকুরগাঁওয়ে নার্সকে উত্যক্ত করায় যুবকের ৩ মাসের কারাদণ্ড

মোঃ মোতাহার হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও: সদর হাসপাতালের নার্সকে উত্যক্ত করায় পীরগঞ্জ উপজেলার নোহালীর নিবাসী মো. হাসান আলীর ছেলে মো. আজিজুর রহমানকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।

সোমবার ঠাকুরগাঁও সদর হাসপাতালের ঐ নার্সকে তার কক্ষে উত্যক্ত করার সময় মো. আজিজুর রহমানকে স্বাস্থ্যকর্মীগণ আটক করে। এ সময় হাসপাতালের আবাসিক চিকিৎসক উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে সেখানে সদর থানার পুলিশ ফোর্স সহ উপস্থিত হয়ে তাকে জিজ্ঞেস করলে সে ইভটিজিং এর বিষয় স্বীকার করে নেন এবং তাকে উপজেলা নির্বাহী অফিসার তাকে ইভ টিজিংয়ের দায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।
উল্লেখ্য, অভিযুক্তের সাথে ঐ নার্সের বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু পরবর্তীতে তার সাথে বিয়ে না হয়ে অন্যত্র তার বিয়ে হওয়ায় সে তাকে লাগাতার উত্যক্ত করে যাচ্ছিলো, আজ একই ভাবে ইভটিজিং করার সময় সে আটক হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest