কিশোরগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৯

কিশোরগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি ঃ ২৪ঘন্টার মধ্যে কিশোরগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছেন বিলুপ্ত কমিটির নেতা কর্মীরা। রবিবার দুপুরে(৮ডিসেম্বর) স্থানীয় প্রেসক্লাব সামনে এই কর্মসুচী পালন করা হয় উপজেলা ছাত্রলীগের সর্বস্তরের নেতা-কমীদের ব্যানারে। এ সময়ে ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন মনা, বিভাগীয় উপ-বিষয়ক সম্পাদক দীপক চন্দ্র রায় ও পুটিমারী ইউনিয়ন সভাপতি ফিরোজ কবির বক্তব্য দেন। এতে উল্লেখ করা হয় ৭ ডিসেম্বর মধ্যরাতে উপজেলা ছাত্রলীগে মাইনুল ইসলাম সপুকে সভাপতি ও মেহেদী হাসান জেবিকে সাধারণ সম্পাদক করে যে কমিটি ঘোষণা করা হয়েছে সেটি সঠিক হয়নি। সভাপতি হিসেবে যাকে ঘোষণা করা হয়েছে সে উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদকের ভাই এবং সাধারণ সম্পাদক যাকে করা হয়েছে সে বড়ভিটা ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিলর হিসেবে ছিলেন। ছাত্রলীগের প্রকৃত কর্মীরা এখানে স্থান পাননি বরং রাতের আঁধারে কেন কমিটি প্রকাশ করা হলো এটি তদন্তে কেন্দ্রের হস্তক্ষেপ চাই আমরা। পরে একটি বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সদ্য নির্বাচিত সভাপতি মাইনুল আরেফিন সপু জানান, আমি এবং আমার পরিবার আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। আমার বিরুদ্ধে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে তা ভিত্তিহীন। নীলফামারী সরকারী কলেজে মাস্টার্সে অধ্যয়ন করছেন বলে জানান তিনি। তবে সাধারণ সম্পাদক মেহেদী হাসান জেবি বলেন, আমি বড়ভিটা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ছিলাম। আমার ফুফা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হওয়ায় ইউনিয়ন কাউন্সিলে ডেলিগেট কাউন্সিলর হিসেবে আমাকে মনোনিত করা হয়। এতে দোষের কিছু নেই।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest