নবাবগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠান

প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৯

নবাবগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠান

মোঃ হাসিম উদ্দিন নবাবগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি “ জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যে দিনাজপুরের নবাবগঞ্জে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এর দুইদিনব্যাপী বিজ্ঞান মেলা বিতর্ক প্রতিযোগিতার মধ্য দিয়ে শেষ হয়েছে। নবাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে রবিবার বিকালে বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। সহকারী কমিশনার (ভুমি) মোঃ আল- মামুনের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান পুরস্কার তুলে দেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা কৃষি অফিসার আবু রেজা মোঃ আসাদুজ্জামান, একাডেমিক সুপার ভাইজার মোঃ শফিউল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। বিতর্ক প্রতিযোগিতায় নবাবগঞ্জ সরকারি বহুমুখী পাইলচ উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে নবীনগঞ্জ উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়। এ ছাড়াও বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest