সাংবাদিক নোমানীকে গ্রেফতারের প্রতিবাদে এসএসপির তীব্র নিন্দা ও প্রতিবাদ

প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২০

সাংবাদিক নোমানীকে গ্রেফতারের প্রতিবাদে এসএসপির তীব্র নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক:
সম্মিলিত সাংবাদিক পরিষদ-এসএসপির কেন্দ্রীয় সহ-সভাপতি ও বরিশাল এসএসপির আহবায়ক এবং দৈনিক শাহনামার বার্তা সম্পাদক মামুনুর রশীদ নোমানীকে আটক ও ‘ষড়যন্ত্রমূলক মামলা’ দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সম্মিলিত সাংবাদিক পরিষদ-এসএসপির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।

এসএসপির কেন্দ্রীয় সভাপতি এসএম সামছুল আলম নিক্সন ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জুয়েল এবং সাংগঠনিক সম্পাদক হাসান আলম সুমন এর পৃথক পৃথক বিবৃতিতে তারা জানান, অনতিবিলম্বে সাংবাদিক নোমানীকে মুক্তি না দিলে, সারাদেশের সাংবাদিক সমাজ রাস্তায় নামতে বাধ্য হবে। পাশাপাশি এঘটনায় ষড়ন্ত্রকারীদের গ্রেফতারের দাবী জানান তারা।
এঘটনায় তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, এসএসপির কেন্দ্রীয় কার্যকরী সভাপতি সিএনএন বাংলার উপদেষ্টা কলিম এম জায়েদী, সহ-সভাপতি ও চ্যানেল আই এর ষ্টাফ রিপোর্টার শাহ আলম শাহী, ওকে নিউজের সম্পাদক ওবাইদুল কবির, আলোকিত সময় পত্রিকার সম্পাদক মোঃ রোমান চৌধুরী, সমাচার দর্পন পত্রিকার সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি ফারুক হোসেন, বিল্পবী জনতার নির্বাহী সম্পাদক গোলাম ফারুক ফারুক মজনু, দৈনিক দিনপ্রতিদিন পত্রিকার সম্পাদক সাদ্দাম হোসেন, জাগরণী টিভির চিফ রির্পোটার আমেনা ইসলাম, কলকতার টিভির প্রতিনিধি জিয়াউর রহমান জিয়া, শেয়ারবীজ পত্রিকার ষ্টাফ রিপোর্টার রাবেয়া আক্তার, দৈনিক সরেজমিন পত্রিকার ষ্টাফ রির্পোটার মমতাজ করিম, আনন্দ বাজার পত্রিকার প্রতিনিধি রিয়া ইসলাম রিতা, দৈনিক ভোরের সময়ের ষ্টাফ রিপোর্টার আরকে রিপন, এসিয়ান বার্তার বার্তা সম্পাদক আব্দুল খালেক নান্নু, আলোকিত সময় পত্রিকার বার্তা সম্পাদক মল্লিক মেহেদী, ব্যবস্থাপনা সম্পাদক শফিউর রহমান কামাল, চ্যানেল থার্টি টিভির চিফ রির্পোটার সাবেকুন নাহার সোহাগী, দৈনিক সমাচার দর্পন পত্রিকার প্রধান বার্তা সম্পাদক লোকমান হোসেন, সাগরকূল পত্রিকার ষ্টাফ রিপোর্টার সাকিব আল কাওসার, নাগরিক ভাবনার রিয়াজুল ইসলাম, প্রাণের বাংলাদেশ পত্রিকার ষ্টাফ রিপোর্টার আব্দুল্লা আল নোমান, দৈনিক যুগান্তরের প্রতিনিধি অধ্যাপক শাহীন ইসলাম, বাংলাদেশ খবরের হাফিজুর রহমান প্রমূখ।

উল্লেখ্য, গত রবিবার (১২ সেপ্টেম্বর) পূর্বপরিকল্পিত ভাবে বরিশালের সাংবাদিক নোমানীকে আটক করে তথ্য প্রযুক্তি মামলায় অর্ন্তভূক্ত করা হয়।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest