গাজীপুরের কালীগঞ্জে গ্র্যাজুয়েট কল্যান ফোরামের নতুন কমিটি গঠিত হয়েছে

প্রকাশিত: ১০:১০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২০

গাজীপুরের কালীগঞ্জে গ্র্যাজুয়েট কল্যান ফোরামের নতুন কমিটি গঠিত হয়েছে

মোহাম্মদ মাহমুদুল হাসান | ঢাকা |

গাজীপুর জেলায় কালীগঞ্জ উপজেলা গ্র্যাজুয়েট কল্যান ফোরামের নতুন কমিটি গঠিত হয়েছে। কালীগঞ্জ গ্র্যাজুয়েট কল্যান ফোরাম একটি অরাজনৈতিক, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে আনুষ্ঠানিকভাবর আত্মপ্রকাশ করেছে ।কালীগঞ্জ উপজেলার কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী,সকল নারী, পুরুষ,মুসলিম, হিন্দু, খৃষ্টান, বৌদ্ধ’ গরীব, ধনী ‘ধর্ম বর্ণ নির্বিশেষে, স্বাধীনতার সপক্ষের দেশপ্রেমিক লোকেদের সদস্য করে, সুসংগঠিত হয়ে, অত্র এলাকার উন্নয়নের লক্ষ্যে, সমাজের অসহায় প্রতিবন্ধী,দরিদ্র জনগোষ্ঠী, শিশু, নারী-পুরুষদের, গ্র‍্যাজুয়েটদের মধ্যে ভ্রাতৃত্ব সর্ম্পক বৃদ্ধি ও পারস্পরিক পরিচিত, একে অপরকে সাহায্য ও সহযোগিতা করা ও বেকার সমস্যার সমাধান, আর্থিক অবস্থার উন্নয়ন ও এ সকল বিষয়ে সামাজিক সচেতনতা ও সামাজিক অলাভজনক সৃষ্টির লক্ষ্যে এ সংস্থা প্রতিষ্ঠিত হয়েছে। স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল নিয়ম কানুন ও আইন মেনে আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক হিসাবে এই ফোরাম পরিচালিত হবে বলে নব গঠিত কমিটির সদস্যরা জানান,

নব গঠিত কমিটির সদস্যরা হলেন
১.সভাপতিঃ মফিজুর রহমান কবির
২.সহ-সভাপতিঃ মোঃমতিউর রহমান (মতিন)
৩.সাধারন সম্পাদকঃশাহাদাত হোসেন সবুজ
৪.সহ-সাধারন সম্পাদকঃএ্যাড গাজী তানজিল আহমেদ
৫. অর্থ বিষয়ক সম্পাদকঃমোঃজাকারিয়া আকন্দ।
৬.দপ্তর সম্পাদকঃসুদেব চন্দ্র দাস
৭.তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকঃ ইঞ্জিঃ রাশেদুল ইসলাম
৮.মহিলা বিষয়ক সম্পাদকঃ কুটুম মাহ্তারিমা
৯.সমাজ কল্যান বিষয়ক সম্পাদকঃসুমন লরেন্স রোজারিও
১০.মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদকঃ মোঃরাহাদ খাঁন
১১.কার্যনির্বাহী সদস্যঃ
১.অধ্যাপক সমর রঞ্জন দাস ২.মোঃজয়নাল আবেদীন ৩.সবিদুর রহমান সম্রাট প্রমুখ।
কমিটির সদস্যরা আশাবাদ ব্যাক্ত করেন কালীগঞ্জ উপজেলাবাসীর উন্নয়নে কালীগঞ্জ গ্র্যাজুয়েট কল্যান ফোরাম গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা বিশ্বাস করেন।কমিটির সদস্যরা জানান শিঘ্রই পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হবে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest