ঢাকা ২৪ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৯
মোঃ হাসিম উদ্দিন নবাবগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি। “আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের উদ্বোধন করেন। পরে গণ স্বাক্ষর, র্যালি, মানব বন্ধন, শিক্ষার্থী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি একেএম আজিজুল হকের সভাপত্বিতে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভুমি) আল- মামুন, থানার ওসি অশোক কুমার চৌহান, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম, ইউ,পি চেয়ারম্যান মোঃ সায়েম সবুজ, প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আল আলিমুল রাজি প্রমুখ বক্তব্য রাখেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST