ভোলায় ইউপি চেয়ারম্যানের অনিয়ম-দূর্নীতি ও অত্যাচারের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৯

ভোলায় ইউপি চেয়ারম্যানের অনিয়ম-দূর্নীতি ও অত্যাচারের প্রতিবাদে মানববন্ধন
ভোলা প্রতিনিধি ॥আপেল মাহমুদ(শাওন) ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান খাঁ’র অনিয়ম-দূর্নীতি ও তার পালিত ক্যাডারদের অত্যাচার-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। রাজাপুর ইউনিয়ন পরিষদ সর্বস্তরের জনগণের আয়োজনে  রবিবার সকালে ভোলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, রাজাপুর ইউনিয়নের আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ ইউসুফ হোসেন, ৩ নং ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি মোঃ দুলাল, ৪নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানসহ প্রমূখ। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, রাজাপুরের চেয়ারম্যান হওয়ার পর মিজানুর রহমান খাঁ’ এলাকাবাসীকে অত্যাচার নির্যাতন করে আসছে। যদি কেউ তার কথা না শুনে তাহলে তাদের বিরুদ্ধে মিথ্যা চুরি, ডাকাতি ও মাদক মামলা আসামী করে মামলা দায়ের করে হয়রানী করেন। এছাড়াও ওই চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের জেলেদের নামে সরকারি চাল তার পালিত ক্যাডারদের বিতরণ এবং সরকারি বরাদ্দকৃত গৃহহীনদেন জন্যে বরাদ্দ কৃত ঘর জনগণকে দেওয়া কথা বলে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েও কোন ঘর দেননি সহ বিভিন্ন অনিয়ম-দূর্নীতি করে আসছেন।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest