ঢাকা ৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
শামসুল কাদির মিছবাহ, সুনামগঞ্জ::
নিরাপদ সড়ক চাই’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সম্পর্কে সাবেক মন্ত্রী শাহজাহান খানের মিথ্যাচারের প্রতিবাদে নিসচা’র সুনামগঞ্জ শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১ টায় শহরের আলফাত উদ্দিন স্কয়ারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিসচা সুনামগঞ্জ শাখার আহ্বায়ক মোশাহিদ আলম মহিম’র সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌর কলেজের সাবেক প্রভাষক চিত্ত রঞ্জন তালুকদার, সুজন এর নির্বাহী পরিচালক নির্মল ভট্রাচার্য্য, হাউস এর নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ, সাংবাদিক কুদরত পাশা, আমিনুল হক, সাংষ্কৃতিক কর্মী ওবায়দুল হক মুন্সী, নিসচার সিনিয়র সদস্য নাসিম চৌধুরী, সাংবাদিক ফোয়াদ মনি তালুকদার, এস এ আফজল। এ সময় উপস্থিত ছিলেন রেজাউল হক রাহি, বিমল ভট্রাচার্য্য, বকুল দাস, ইকবাল হোসেন, মিনহাজ উদ্দিন রাজু, মামুনুর রশিদ, দুলন, জলিল, মারুফ, দিপাল ভট্রাচার্য্য, সৌকত, নয়ন প্রমুখ। এ সময় বক্তারা নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে শাহজাহান খানের মিথ্যা ও বিভ্রান্তিমূলক বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে ২৪ ঘন্টার ভেতর বক্তব্যের প্রমান দেশবাসীর সামনে তুলে ধরার নির্দেশ জানান। অন্যথায় সারাদেশে নিসচার সকল শাখা কমিটির আয়োজনে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST