ভূঞাপুরে মাহফিলে ওয়াজ শুনা অবস্হায় মারা গেলেন মুসল্লী

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৯

ভূঞাপুরে মাহফিলে ওয়াজ শুনা অবস্হায় মারা গেলেন মুসল্লী

শহিদুল ইসলাম সোহেল,ময়মনসিংহ ব্যুরোঃটাঙ্গাইল জেলার ভূঞাপুরে ইসলামী জলসায় ওয়াজ শুনা অবস্হায় মাহফিলেই মারা গেলেন এক মুসুল্লি।

রোববার(৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে ভূঞাপুর উপজেলার টেপিবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

টেপিবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে পাঁচ গ্রামের যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী ইসলামী ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়।

এলাকা সূত্রে জানা যায় ইসলামী ওয়াজ মাহফিলের শেষ দিনে মাহফিল চলাকালে রাত ১১টার দিকে উপজেলার রায়ের বাসালিয়া গ্রামের সোহরাব আলী (৬০) নামে এক মুসুল্লি অসুস্থতা বোধ করেন এবং উঠে দাঁড়াতেই মাটিতে পড়ে যান। সাথে সাথেই মুসল্লিরা তাকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে ২নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর খন্দকার শরিফুল আলম সোহেল জানান, ওয়াজ মাহফিলের শেষ দিনে সোহরাব আলী নামে এক মুসল্লি বয়ান শুনতে শুনতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পাশে থাকা মুসল্লিরা তাকে নিয়ে ভূঞাপুর হাসপাতালে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest