বরিশালের সাংবাদিক নোমানীর মুক্তির দাবিতে ঢাকা প্রেসক্লাব’র সামনে মানববন্ধন

প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২০

বরিশালের সাংবাদিক নোমানীর মুক্তির দাবিতে ঢাকা প্রেসক্লাব’র সামনে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : বরিশালের সিনিয়র সাংবাদিক মামুনুর রশীদ নোমানীর মুক্তির দাবিতে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় ওই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ (বনেক) এর সভাপতি ও দৈনিক আমাদের কন্ঠের বিশেষ প্রতিনিধি খায়রুল আলম রফিক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য আমিনুল ইসলাম, সাংবাদিক তরিকুল ইসলাম, সাংবাদিক ইমন খান, সাংবাদিক শাকিল আহমেদ, সাংবাদিক জীবন চক্রবর্তী প্রমুখ। এছাড়াও ওই মানববন্ধনে এসএ টিভির ময়মনসিংহ জেলা প্রতিনিধি রুবেল হোসেনকে লাঞ্ছিত করা ও মৌলভীবাজারে দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মশাহিদ আহমদকে হত্যার পরিকল্পনাকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রতিবাদ জানানো হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest