ঢাকা ৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৯
ফখরুদ্দিন মোবারক শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিমের’ ৪ সদস্য গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট। সোমবার দুপুর ২টার দিকে আটকৃতদের আদালতে উঠানো হয়েছে। এন্টি টেররিজম ইউনিট ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রোববার (৮ ডিসেম্বর) রাতে এন্টি টেররিজম ইউনিটের টিম ইনচার্জ সাজ্জাদ হোসেন নেতৃত্বে সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর সদর উপজেলার ৩নং নোয়ান্নাই ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে এন্টি টেররিজম ইউনিট। গ্রেফতারকৃতরা হলেন, নোয়াখালী সদরের পূর্ব দূর্গানগর গ্রামের মহিউদ্দিনের ছেলে মাহমুদুর রহমান সহেল ওরফে মোহন (২৬), একই গ্রামের মো.নুর আলম’র ছেলে মো. আবদুল্ল্যাহ কবির (২৫), হুমায়ন কবির’র ছেলে আরিফ হোসেন হৃদয় (২৩), কামাল উদ্দিন’র ছেলে আনোয়ার হোসেন (২০)। পরে এন্টি টেররিজম ইউনিটের পুলিশ পরিদর্শক রাশেদুল ইসলাম বাদি হয়ে গ্রেফতার কৃতদের বিরুদ্ধে সুধারাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST