মাহবুব শুভঃ বাকেরগঞ্জ ‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’ বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি দিবস ২০১৯ইং-পালিত। এই প্রতিপাদ্য বিষয়টি সামনে রেখে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে একযোগে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। দিবসটি উপলক্ষে, প্রধান অতিথি হিসেবে সেন্ট্রাল ফ্রেন্ড স্কুল এন্ড কলেজ পাদ্রিশিবপুর কনফারেন্স রুমে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় বলেন দুর্নীতিবাজ যেই হোক, যতই শক্তিশালী হোক, সর্বস্তরের মানুষ যদি সহযোগিতা করেন আইনি দরবারে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো এটাই আমাদের প্রত্যয়। তিনি আরো বলেন তথ্যের ভিত্তিতে দুর্নীতির সকল তথ্য প্রদান করে আমাদেরকে সহযোগিতা করুন। আমরা অপরাধী কে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে শাস্তি প্রদান করা হবে। বর্তমানে বাংলাদেশ সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তিনি আরো বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সহযোগিতা কামনা করেছেন। দুনীর্তিকে না বলুন এ মতে ঐক্য পোষণ করে একে একে বিশিষ্ট বক্তারা উপদেশ প্রদান করেন যে, আমরা দুর্নীতিকে না বলেছি আপনি করেছেন তো? জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ঘোষণা করে। সে হিসেবে এবার ১৭তম আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। জাতিসংঘ সারা বিশ্বকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অ্যাগেইনস্ট করাপশন (আনকাক) এর মাধ্যমে দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশ আনকাকের সদস্য রাষ্ট্র হিসেবে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০০৭ সালে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন শুরু করে। যদিও সরকারিভাবে ২০১৭ সাল থেকে দিবসটি উদযাপিত হচ্ছে। এর আগে একটি সম্মিলিত দুর্নীতিবিরোধী রেলির আয়োজন করা হয় রেলিটি পার্টিসিপল গ্রীজার থেকে শুরু করে পাদ্রীশিবপুর নিউমার্কেট পর্যন্ত পদযাত্রা করে পুনরায় সেন্ট্রাল ফ্রেন্ড স্কুল কনফারেন্স রুমে আলোচনা সভায় উপস্থিত হন। বিশেষ অতিথি হিসেবে অন্যান্য যারা আলোচনা সভায় উপস্থিত থেকে অলংকৃত করেছেন, মোঃ তরিকুল ইসলাম সহকারী কমিশনার ভূমি বাকেরগঞ্জ, মোঃ জহিরুল ইসলাম ওসি তদন্ত বাকেরগঞ্জ, মোঃ আকমল হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাকেরগঞ্জ, মোঃ জাহিদুল হাসান বাবু চেয়ারম্যান ১৩ নং পাদ্রিশিবপুর ইউনিয়ন, সিস্টার এ্যাগনেস ইভন গোমেজ আই বি ভি এম অধ্যক্ষ সেন্ট আলফ্রেড স্কুল এন্ড কলেজ, প্রফেসর আব্দুস সোবহান উপাধ্যক্ষ দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি বাকেরগঞ্জ, প্রফেসর সাইদুল ইসলাম সাবেক অধ্যক্ষ সরকারি বি এম কলেজ বরিশাল দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাকেরগঞ্জ, এছাড়াও প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা ও আয়োজনে দুর্নীতি প্রতিরোধ কমিটি বাকেরগঞ্জ উপজেলা শাখা।