সিংহের লেজ নিয়ে নাড়াচাড়া না করতে যুক্তরাষ্ট্রকে ভয়াবহ হুঁশিয়ারি ইরানের |

প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২০

সিংহের লেজ নিয়ে নাড়াচাড়া না করতে যুক্তরাষ্ট্রকে ভয়াবহ হুঁশিয়ারি ইরানের |

আলোকিত সময় | আন্তর্জাতিক ডেস্ক |
সিংহের লেজ নিয়ে নাড়াচাড়া না করতে এবার মার্কিন যুক্তরাষ্ট্রকে ভয়াবহ হুঁশিয়ারি দিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। দেশটির সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান এই হুমকি উচ্চারণ করেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে আমেরিকার যে কোনো বিদ্বেষী পদক্ষেপের অনুশোচনামূলক জবাব দেওয়া হবে। এ সময় তিনি সিংহের লেজ নিয়ে নাড়াচাড়া করার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে দিয়েছেন।
সম্প্রতি জাতিসংঘে দেওয়া বক্তব্যে ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানিকে নির্মমভাবে হত্যার পক্ষে সাফাই গেয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত ট্রাম্পের সেই বক্তব্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইরানের এই কর্মকর্তা হুঁশিয়ারিটি উচ্চারণ করেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest