প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৯

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আজ ২০-১০-২০১৯ ইং তারিখে আলোচিত সংবাদে ‘কাট্টালী টেক্সটাইলকে ২০১৬ সাল থেকে এশিয়ান গ্রæপ ভাড়ায় চালাচ্ছে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। উক্ত প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। কাট্টলি টেক্সটাইল একটি স্বাধীন প্রতিষ্ঠান। ইহার উৎপাদন ক্ষমতা দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় কতিপয় বিরোধী মহল ঈর্ষান্বিত হয়ে সাংবাদিকের নিকট মিথ্যা তথ্য প্রদান করে। যা শুধুমাত্র কাট্টলি টেক্সটাইলকে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত ও হেয় প্রতিপন্ন করার লক্ষ্যেই সরবরাহ করা হয়। সংবাদে প্রকাশিত তথ্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।  প্রতিষ্ঠানটি প্রথম থেকে আজ পর্যন্ত সর্ব অবস্থায় চালু আছে এবং অষষরধহপব কর্তৃক অনুমোদিত এবং এৎববহ জধঃরহম ডধষসধৎঃ  এবং ঞধৎমবঃ কর্তৃক। কাট্টলি টেক্সটাইল লিঃ ব্যবস্থাপনা পরিচালক জনাব এমদাদুল হক চৌধুরী-এর প্রত্যক্ষ পরিচালনায় সম্পূর্ণভাবে কাট্টলি টেক্সটাইল লিঃ (১০০% রপ্তানীমুখী প্রতিষ্ঠান)-এর স্থাপনা কেবলমাত্র কোম্পানির নিজস্ব রপ্তানীমুখী উৎপাদন ও রপ্তানী কার্যক্রম পরিচালিত হয়। তবে মাঝে মধ্যে উৎপাদন স্থান খালি থাকলে কোম্পানি কিছু কিছু সাবকন্ট্রাক্ট-এর কাজ করে যা বিধিসম্মত। ইহার সাথে ফ্যাক্টরী ভাড়ার কোনো সম্পর্ক নাই। আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

এমদাদুল হক চৌধুরী

ব্যবস্থাপনা পরিচালক

কাট্টলি টেক্সটাইল লিঃ


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest