ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৯
নাটোর প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সিংড়া উপজেলার দমদমা হাতিগাড়া এরাকায় এই ঘটনা ঘটে।নিহত দু’জন হচ্ছে, শামিম হোসেনের ছেলে কাউছার (২) এবং মিঠন আলীর মেয়ে মিম (২)।
সিংড়া থানার ওসি নুর-আলম সিদ্দিকী জানান, সকালে কাউছার এবং মিম বাড়িতে খেলা ধুলা করছিল। এসময় সবার অগোচরে বাড়ির পাশের ডোবায় তারা পড়ে যায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুজি করতে থাকে।
পরে শিশু দুটির স্যান্ডেল দেখে পরিবারের লোকজন ডোবায় খুঁজতে থাকে। এসময় তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST