ভোলায় র‌্যাবের হা‌তে ধরা পর‌লো ৫ দালাল

প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৯

ভোলায় র‌্যাবের হা‌তে ধরা পর‌লো ৫ দালাল

ভোলা প্রতিনিধি ।।আপেল মাহমুদ(শাওন) ভোলার সদর হাসপাতা‌লে চি‌কিৎসা সেবা নি‌তে আসা গরীব আসহায়সহ বি‌ভিন্ন রোগী‌দের প্রতারণার ফা‌ঁদে ফে‌লে নি‌র্দিষ্ট ডা‌য়াগনে‌স্টিক সেন্টার ও ফা‌র্মি‌সি‌তে নি‌য়ে উচ্চ মূ‌ল্যে টাকা হা‌তি‌য়ে নেওয়া দ‌লের ৫ জন দালাল‌কে আটক ক‌রে‌ছে র‌্যাব-৮। মঙ্গলবার দুপু‌রে গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে অ‌ভিযান চা‌লি‌য়ে ভোলা সদর হাসপাতাল থে‌কে ওই ৫জন দালাল‌কে আটক করে র‌্যাব। আটককৃতরা হ‌লেন, আব্দুল কালাম(৬০), মোঃ কা‌সেম(৬০), মোঃ আক্তার (৪৫), মোঃ আহাদ(২৪) ও মোঃ হো‌সেন (২৮)। এরা সবাই ভোলা পৌর এলাকার বি‌ভিন্ন ওয়া‌র্ডের বা‌সিন্দা। ‌র‌্যাব-৮ ভোলা ক্যা‌ম্প ডিএ‌ডি মোঃ জ‌হিরুল ইসলাম জানান, দুপু‌রে গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে অ‌ভিযান চা‌লি‌য়ে ভোলা সদর হাসপাতাল থে‌কে ওই ৫জন দালাল‌কে আটক ক‌রি আমরা । প‌রে ভ্রাম্যমান আদাল‌তের মাধ্য‌মে ৪জন‌কে ১ মাস কারাদন্ড ও মোঃ হো‌সেন‌কে ৫ শত টাকা জ‌রিমানা ক‌রেন নির্বাহী ম্যা‌জি‌ষ্ট্রেট রিদওয়ানুর ইসলাম।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest