রাজশাহী জেলা ও মহানগর পুলিশে একই সিরিজের নম্বর ব্যবহার শুরু

প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২০

রাজশাহী জেলা ও মহানগর পুলিশে একই সিরিজের নম্বর ব্যবহার শুরু

রাজশাহী ব্যুরো : পুরাতন নম্বর পরিবর্তন করে রাজশাহী জেলা ও মহানগর পুলিশে একুশের ঈদের নতুন নম্বর ব্যবহার শুরু হয়েছে আজ বৃহস্পতিবার পহেলা অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে এ নম্বর ব্যবহার শুরু হয়েছে। শুধু রাজশাহী জেলা ও মহানগর পুলিশ নয় সারাদেশের সকল ইউনিটে একই সিরিজ এর নম্বর ব্যবহারের জন্য এই উদ্যোগ নেয়া হয় পুলিশের হেডকোয়ার্টার এর পক্ষ থেকে। এ লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের ১ দিন আগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন সিরিজের এই মোবাইল নাম্বার হস্তান্তর করেন।

এই নম্বর ব্যবহার শুরু হওয়ার পর পুরাতন নম্বরে আর কাউকে পাওয়া যাবে না। তাই মহানগর ও জেলা পুলিশ তাদের নির্ধারিত নতুন নম্বরে যোগাযোগ করার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন। নম্বরগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিয়েও প্রচারণা চালানো হচ্ছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest