আবুল হাসানাত আব্দুল্লাহ’র শারীরিক সুস্থতা কামনায় বরিশাল মাইক্রোবাস মালিক শ্রমিক সংগঠনের উদ্যোগে দোয়া মোনাজাত।

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২০

আবুল হাসানাত আব্দুল্লাহ’র শারীরিক সুস্থতা কামনায় বরিশাল মাইক্রোবাস মালিক শ্রমিক সংগঠনের উদ্যোগে দোয়া মোনাজাত।

লিটন বাইজিদঃ দক্ষিণ বাংলার প্রাণপুরুষ, সাবেক চিফ হুইপ, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, এমপি আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহ’র শারীরিক সুস্থতা কামনায় বরিশাল জেলা সড়ক পরিবহন ও মাইক্রোবাস মালিক শ্রমিক সংগঠনের উদ্যোগে মাইক্রোস্ট্যান্ড সংলগ্ন নতুল্লাবাদ বিআরটিসি মসজিদে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফরিদ হোসেন সরদার, এবং বরিশাল মাইক্রোবাস মালিক শ্রমিক সংগঠনের সভাপতি মোঃ মনির হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা হাং, মসজিদের ইমাম ক্বারী মাওলানা মজিবুর রহমান সহ উক্ত সংগঠনের সকল সদস্য বৃন্দ ও স্থানীয় মুরুব্বিগণ। দোয়া মাহফিলে আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহ’র শারীরিক সুস্থতা কামনায় সকলে মহান আল্লাহ তাআলার নিকট দোয়া প্রার্থনা করেন। বর্তমানে তিনি রাজধানীর স্কয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানা যায়।


alokito tv

Pin It on Pinterest